this below line for google marcentcenter virefication উইন্ডোজ ৭ অ্যাক্টিভেটর ( Windows 7 activator ) । খুব সহজে অ্যাক্টিভ ( genuine ) করুন আপনার উইন্ডোজ ৭ এর যেকোন ভার্শন

উইন্ডোজ ৭ অ্যাক্টিভেটর ( Windows 7 activator ) । খুব সহজে অ্যাক্টিভ ( genuine ) করুন আপনার উইন্ডোজ ৭ এর যেকোন ভার্শন

আসসালামু অলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আমিও এখন ভাল আছি।
কিছু সময় খুব সমস্যার মধ্যে ছিলাম।আমার ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার পর যখন উইন্ডোজ অ্যাক্টিভ ( genuine ) করতে যাব তখন দেখলাম আমার কাছে থাকা অ্যাক্টিভেটর টা ডিলিট হয়ে গেছে। তাই বিভিন্ন সাইট খুজছি এটা ডাউনলোড করার জন্য। কিন্তু উইন্ডোজ ৭ অ্যাক্টিভেটর খুব কম পাওয়া যায়। তার পর আবার বেশীর ভাগ ডাউনলোড লিঙ্ক কাজ করে না আবার যে কয়েকটা ডাউনলোড করলাম তাও ঠিক মত কাজ করা না। তাই আরও কিছু ক্ষণ খুঁজার পর এটা পেলাম। সাইজ অনেক ছোট এবং কাজ অনেক সহজে করা যায়। তাই সবার সাথে শেয়ার করা। উইন্ডোজ দেওয়ার পর  অ্যান্টিভাইরাস দেওয়ার আগে  বা অ্যান্টিভাইরাস ডিজেবল করে ডাউনলোড করা ফোল্ডার এর
মধ্যে থাকা  Windows Loader . exe ডাবল ক্লিক করুন . এবার বাম পাশের নিচের দিকের কোনাতে থাকা  install
এ ক্লিক করুন। আপনার কাজ শেষ এবার রিস্টার্ট করুন। আর দেখুন আপনার উইন্ডোজ এখন অ্যাক্টিভ ( genuine )।




আর এখানে  অ্যান্টিভাইরাস দেওয়ার আগে  বা অ্যান্টিভাইরাস ডিজেবল করে কাজ করার কথা বলা হয়েছে বলে ভয় পাবেন না । এটা কোন ক্ষতি করে না কিন্তু এটা আসলে একটা ফেক কাজ তাই অ্যান্টিভাইরাস এটা কে ভাইরাস মনে করে। তাই অ্যান্টিভাইরাস থাকলে কাজ করা কঠিন হয়। যাই হক আমি ব্যবহার করছি কিন্তু কোন সমস্যা হচ্ছে না। কিন্তু এটা ব্যবহার খুব সহজ কাজ করে খুব ভাল এবং দ্রুত। তাই ডাউনলোড করুন আর ব্যবহার করুন।


যাই হক ব্লগ বা পোষ্ট টি ভাল লাগলে কৃতজ্ঞতা সরূপ নিচের  Follow বাটনে ক্লিক করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ