this below line for google marcentcenter virefication বিশ্বকাপ ফুটবল ২০১৪ ও বিশ্বকাপ ফুটবল এর রেকর্ড নিয়ে কথকথা !

বিশ্বকাপ ফুটবল ২০১৪ ও বিশ্বকাপ ফুটবল এর রেকর্ড নিয়ে কথকথা !

আসসালামু ওলাইকুম।সবাই কেমন আছেন।আসা করি সবাই ভাল আছেন। ভাল থাকার-ই কথা।
আসছে ১২ জুন শুরু হচ্ছে বিশ্বের সব চেয়ে বড় এবং ব্যায় বহুল খেলার আসর বিশ্বকাপ ফুটবল ২০১৪।বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের থাকে নানা আয়োজন।
আমরা দেখতে যাচ্ছি এর ২০ তম আসর।১৯৩০ সালে শুরু হয়ে চলতে চলতে ১৯ টা আসর শেষ করে ২০১৪ সালে এসে ব্রাজিল হচ্ছে ২০ তম আসর।
এর মধ্যে বিশ্বকাপ ফুটবল তৈরি করেছে নানা ইতিহাস, নানা রেকর্ড।
চলুন জেনে নেওয়া যাক এর কিছু রেকর্ড ও ইতিহাস...............।

দেখা হল কিছু গুরুত্ব পূর্ণ বিশ্ব রেকরদ।ফুটবল মানেই রেকর্ড এবার ও হবে নানা রকম বিশ্ব রেকর্ড। আর তো মাত্র কয়েক টা দিন।
এবার সব দল যে ভাবে নিজেদের তৈরি করেছে তাতে আমরা অনেক সুন্দর একটা খেলা দেখতে পারবো আসা করি। এবার প্রস্তুতির জন্য সবার বাজেট অনেক। আর এই বাজেট দৌরে সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। দেখি সেরা দল গুলো কার কত বাজেট। 

স্পেন : ৪৮৬.৯ মিলিয়ন ইউরো

আর্জেন্টিনা : ৪৭৪.১ মিলিয়ন ইউরো

ব্রাজিল : ৪৭০.২ মিলিয়ন ইউরো

জার্মানি : ৪৪৫.৬ মিলিয়ন ইউরো

ফ্রান্স : ৩৯৮.৬ মিলিয়ন ইউরো

ইংল্যান্ড : ৩৫৪.২ মিলিয়ন ইউরো

বেলজিয়াম : ৩৩৬.১ মিলিয়ন ইউরো

ইতালি : ৩২২.৪ মিলিয়ন ইউরো

বিশ্বকাপে ফেভারিট এই ৮টি দলের বাজেটে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে কে সেরা হয়ে ফিরবে তা এখন দেখার বিষয়।



সেই দিন বেশি দূরে নয়। আর মাত্র কয়েক দিন পরে শুরু হচ্ছে বিশ্ব কাপ ফুট বল।তাই আপনাদের জন্য দিলাম একটা ফিকচার।


FIFA World Cup 2014
সামনে এই বিষয় নিয়ে হয়তো আবার লেখা হবে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সবাই খেলা দেখুন আর মজা করুন ।



যাই হক ব্লগ বা পোষ্ট টি ভাল লাগলে কৃতজ্ঞতা সরূপ নিচের  Follow বাটনে ক্লিক করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ