this below line for google marcentcenter virefication ইউটিউব (youtube) এবং ফেসবুক (Facebook) থেকে ভিডিও ডাউনলোড নিয়ে যত সমস্যা তার সমাধান নিয়ে কথা !

ইউটিউব (youtube) এবং ফেসবুক (Facebook) থেকে ভিডিও ডাউনলোড নিয়ে যত সমস্যা তার সমাধান নিয়ে কথা !

সবাই কেমন আছেন। ভাল আছেন আশা করি। আজকে দারুন একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো।
 সমস্যাটা হল ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড সমস্যা। আজকে এই সমস্যার অনেক
গুলা সমাধান নিয়ে আলোচনা করবো। এই সমস্যার সমাধান গুলোর মধ্যে আমার কাছে সব থেকে ভাল সমাধান
মনে হয় বিভিন্ন ইউটিউব ভিডিও ডাউনলোডার সাইট থেকে ডাউনলোড করা। আমি নিচে এই রকম কিছু সাইট এর লিঙ্ক দিলাম।

১। en.savefrom

২। keepvid

৩। force-download

৪। dirpy

৫। file2hd


এই সাইট গুলা থেকে আপনি খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ইউটিউব
আপনার পছন্দের ভিডিওটি চালু করুন। এবার ব্রাউজার এর এড্রেস বার থেকে এই ভিডিওর লিঙ্কটি কপি করুন। এবার উপরের যে কোন
সাইট ওপেন করলে  ইউআরএল  বা লিঙ্ক পেস্ট করার জন্য একটা বক্স থাকবে। এবার এই বক্সএ আপনার কপি করা ইউআরএল বা লিঙ্ক
টি পেস্ট করে ডাউনলোড ভিডিও বাটনে ক্লিক করলে ওই ভিডিও টির বিভিন্ন ফরম্যাট এর ডাউনলোড লিঙ্ক দেখাবে। এর মধ্যে থেকে
আপনার পছন্দের ফরমেট টি ডাউনলোড করে নিতে পারবেন।এছাড়া ও এই সাইট গুলাতে গেলেই আপনি এখান থেকে ডাউনলোড এর
বিষয়ে নানা ধরনের দিক নির্দেশনা পাবেন।
একই ভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও লিঙ্ক কপি করে এক নং সাইট থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।


আবার ধরুন আপনি ইউটিউব একটি ভিডিও দেখছেন। এখন আপনার মনে হল এই ভিডিওটি আপনার ডাউনলোড করা
দরকার। তো কি এর করা এড্রেস বারে যান এবং www.এর পরে  এবং youtube এর আগে একটা 10 বসিয়ে দিন এবং
এন্টার চাপুন। কিছুক্ষণ এর মধ্যে আপনি ভিডিওটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।ও এখানে https:// থেকে s বাদ মানে  http:// দিতে হবে।

আর সব চেয়ে সহজে ডাউনলোড করতে চাইলে নিচ থেকে এই ডাউনলোড ম্যানেজার টা ডাউনলোড করে নিন।
এটা সবার জন্য উন্মুক্ত। এটা একটা ফ্রী সফটওয়্যার তাই এর সাথে ভাইরাস বা ম্যালওয়ার সঙ্করান্ত কোন সমস্যা নাই।

এটা দিয়ে খুব সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।আপনার পছন্দের ভিডিওটি চালু করুন। এবার ব্রাউজার এর এড্রেস বার থেকে এই ভিডিওর লিঙ্কটি কপি করুন। এবার Xtreme Download Manager ওপেন করে
মেনু থেকে ইউটিউব এ ক্লিক করুন। এবার নতুন একটা বক্স ওপেন হবে। এর ফাকা জায়গায় আপনার কপি করা
ভিডিও লিঙ্ক দিন এবং Get Video বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল।

যাক এবার আসি Add-Ons এর কথায় যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা  Easy youtube video downloader express Add-Ons ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে ইউটিউব এ ভিডিওর নিচে একটি ডাউনলোড এর 
অপশন আসবে। এখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আজ এ পর্যন্তই কোন সমস্যা হলে আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুক এ

যাই হক ব্লগ বা পোষ্ট টি ভাল লাগলে কৃতজ্ঞতা সরূপ নিচের  Follow বাটনে ক্লিক করতে ভুলবেন না।



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ