this below line for google marcentcenter virefication মা

মা


মা তো সেই, আমার খুশি যার খুশি, মা তো সেই, যার জন্য আমাদের পৃথিবীতে আগমন। মা তো সেই, আমার কষ্টে যার চোখ দিয়ে পানি ঝরে। পৃথিবীতে সব চেয়ে মধুর শব্দ হল মা। যার অবদান যার ত্যাগ শিকারের মাধ্যমে প্রতিটি প্রাণী পৃথিবীর মুখ দেখে, তিনি হলেন মা। একটি সহজ শব্দ কিন্তু ব্যাপক তাৎপর্য পূর্ণ। মা মানেই মায়া, মা মানেই মমতা, মা মানেই প্রশান্তি।

কোথায় বলে, সাত কুল বন্ধ তার মা নাই যার। পৃথিবীতে এক মাত্র মাই সন্তানের সুখের জন্য নরক যন্ত্রণা সহ্য করতে পারে। পবিত্র কুরআন পাকে আল্লাহ্‌ তায়ালা মা কে প্রাধান্য দিয়েছেন। মহানবী (সঃ) মা কে সর্ব উচ্চ সম্মানের আসনে বসিয়েছেন। তিনি বলেন মায়ের পদতলে সন্তানের জান্নাত।

আবার হিন্দু ধর্মেও দেখা যায় মায়ের প্রাধান্য। মা কে দেবী রূপে কল্পনা করা হয়েছে। মহাভারতে দেখা যায় পঞ্চপাণ্ডব মায়ের আদেশে পাঁচ ভাই দ্রোপদী কে বিয়ে করে।

বাংলা লোকসাহিত্যে বলা হয়েছে, " জননী, জন্মভূমি, স্বর্ণদপি গরীয়সী"। বাংলার বাউল সম্প্রদয়ের গানে বলা হয়েছে, " মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপশ বানাইলেও ঋনের শোধ হবে না, এমন দরদী ভবে কেউ হবে না, আমার মা"।

মা কি জিনিস, যে হারিয়েছে সেই জানে। মা, মা, মা অন্তর থেকে এক বার ডাকুন স্বর্গীয় অমৃত ধারায় হৃদয় আলোকিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ