this below line for google marcentcenter virefication রেডমি নোট ৯ প্রো রিভিউঃ ভাল দামে ভাল ফোন

রেডমি নোট ৯ প্রো রিভিউঃ ভাল দামে ভাল ফোন


শাওমির সাব ব্রান্ড রেডমি সব সময় কম দামে ভালো এবং বেশি ফিচার যুক্ত ফোন দিয়ে আলোরন সৃষ্টি করে।রেডমি নোট ৯ প্রো তেমনি একটি বাজিমাত করা ফোন।ব্যাপক প্রতিযোগিতা থাকা সত্বেও সব কিছু ঠিকঠাক দিয়ে বেশি পরিমান ক্রেতার হাতে পৌছে দিতেই বাজারে রেডমি নোট ৯ প্রো লঞ্চ করিয়েছে কতৃপক্ষ। চলুন দেখি রেডমি নোট ৯ প্রো এর ভালো এবং খারাপ দিক।

ভালো দিক
  • দৃষ্টি নন্দন ডিজাইন
  • খুব ভালো পারফরমেন্স
  • দারুন ব্যাটারি লাইফ 
খারাপ দিক
  • কম আলোতে আশা অনুরুপ ছবি পাওয়া যাচ্ছে না
  • বর্তমান সময়ের আলোচিত হাই রিফ্রেশ রেট নাই
রেডমির নোট সিরিজের ফোন গুলো যে শাওমিকে বর্তমানে হিউজ পরিমান ক্রেতার কাছে পৌছে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কম বাজেটে দারুন পারফরমেন্সের ফোন বাজারে আনতে রেডমি সিরিজের তুলোনা হয় না। ভাল দামে ভাল ফোন রেডমি নোট ৭ এবং নোট ৭ প্রো ছিল ইন্ডিয়াতে বেশি বিক্রি হওয়া ফোন গুলোর একটা। রেডমি নোট ৯ প্রো ও কম যাবে না। চলুন এবার দেখি নোট ৯ প্রো এর খুটি নাটি।

ডিজাইন
গত বছর থেকে রেডমি যে ডিজাইন দিয়ে নোট ৭ এবং সর্ব শেষ নোট ৮ সিরিজ বাজারে এনেছিল প্রায় সেই একই রকম ডিজাইনে বাজারে এসেছে  রেডমি নোট ৯ প্রো। এর ব্যাক পার্টটা এমন যে লাইট পরলে ঢেউ খেলে। এই সুন্দর ব্যাক পার্টে পাচ্ছেন করোনিং গরিলা গ্লাস ৫। হাত দিয়ে ধরলে হাতের ছাপ লাগে যায় গ্লাসে তাই এ জন্য এর ভেতরে দেওয়া ট্রান্সপারেন্ট কাভার ব্যবহার করা যাবে।


রেডমি নোট ৮ প্রো এর মত এর ক্যামেরা বসানো হয়েছে মাঝে। যা দেখতে অনেক সুন্দর লাগে। তবে এক লাইনে লম্বা করে না দিয়ে দুটো করে পাশাপাশি এবং নিচে ফ্লাস লাইট দেওয়া হয়েছে।

ফোনে দেওয়া হয়েছে সাইট মাউন্টেন্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটার একই সাথে পাওয়ার বাটনও সংযুক্ত আছে এই সেন্সর বাটনে। ফিঙ্গার প্রিন্ট সেন্সর দারুন ফাস্ট কাজ করে। ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন এক হাত দিয়েও খুব ভাল ভাবে ব্যবহার করা যায়। এর উপরেই আছে কমন ভলিউয়ম রকার।

ফোনের নিচের দিকে একটি ইউএসবি-সি টাইপ পোর্ট এবং একটি ৩.৫ এমএম অডিও জ্যাক পোর্ট আছে। 

এর বাম পাশে আছে একটি ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট কাম মাইক্র এসডি কার্ড স্লট। ফোনের আইআর ব্লাস্টার আছে ফোনের উপরের দিকে।

ফোনের সম্মুখ দিকটা অনেকটাই কমন। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যাতে আছে পাঞ্চ হোল যুক্ত ফোন্ট ক্যামেরা। ডিসপ্লের কালার প্রডাকশন ছিল মুটামুটি ভাল।

এর ওজন ২০৯ গ্রাম ,যা একটু বেশি অনেক সময় ধরে ব্যবহার করার জন্য। ফোন ওয়াটার প্রুফ নয়, তবে পি২আই স্প্যাস প্রুফ যা ময়লা থেকে কিছুটা রক্ষা করবে।


ফোনের পারফরমেন্স / ক্ষমতা
রেডমি নোট ৯ প্রো এর মাধ্যমে কোম্পানি আবার স্নাপড্রাগনে ফিরে এসেছে। ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন  ৭২০জি আর জিপিইউ আড্রিনো ৬১৮। নোট সিরিজের ফোন গুলোর পারফরমেন্স ভাল হয় অপটিমাইজেশন ভালো হওয়ার কারনে। এমআইইউআই এর অপটিমাইজেশন সব সময় ভাল হয়। তাই ফোনের পারফরমেন্স ভালো ।


ব্যাটারি
শাওমি তার বেশির ভাগ ফোনেই মুটামুটি ৪০০০ মিলি আম্পিয়ার ব্যবহার করলেও রেডমি নোট ৯ প্রো তে ব্যবহার করেছে ৫০২০ মিলি আম্পিয়ার যা দীর্ঘ সময় ব্যবহার করার জন্য খুভ ভাল। পরীক্ষা মুলক ব্যবহারে ৬ ঘণ্টা ২২ মিনিটের মত স্কীন অন টাইম পাওয়া গেছে তবে রেডমি নোট ৯ প্রো চার্জ হতে বেশি সময় নেয়।১৮ ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ হতে প্রায় ১৪০ মিনিট সময় লাগে। যেটা একটু কম হলে ভাল হত।তবে একবার চার্জ দিলে সারা দিন আর চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।

ক্যামেরা
নোট ৮ প্রো এর মত নোট ৯ প্রো তেও মাঝে ক্যামেরা সেটাপ করা। এর চারটা ক্যামেরার মধ্যে একটা ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল ক্যামেরা আরেকটা ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর। ৫ মেগাপিক্সেলের ম্যাক্র সেন্সর । আর মেইন ক্যামেরা হল ৪৮ মেগাপিক্সেলের স্যামস্যাং জিএম ২ সেন্সর ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ৯ প্রো ম্যাক্সে ব্যবহার করা হবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আলোতে ক্যামেরা খুব ভাল ছবি দেয়। 
এর সামনে আছে ১৬ মেগা পিক্সেলের ফন্ট ক্যামেরা ।

দামে এবং কামে
রেডমি সব সময় বাজেট ফ্রেন্ডলি ফোন বাজারে নিয়ে আসে। এটাও ব্যাতিক্রম নয়।এই দামে অনেক ভাল ব্যবসা করতে পারবে কোম্পানি। ইন্ডিয়াতে ...
৪ জিবি ৬৪ জিবির দাম ১২৯৯৯ রুপি
৬ জিবি ১২৮ জিবির দাম ১৬৯৯৯ রুপি
বাংলাদেশে কত হতে পারে?
পাঠকের কাছে প্রশ্ন রেখে গেলাম। সব মিলিয়ে আমার মতে মুটামুটি ভাল ফোন হবে।নিচে বিস্তারিত স্পেসিফিকেশন দেখে নিন।

Specifications

Redmi Note 9 Pro

Display6.67-inch IPS LCD, 20:9 aspect ratio,
camera cut-out,
Full HD+ (1,080 x 2,400) resolution,
84.5% screen-to-body ratio
ChipsetSnapdragon 720G

2 x 2.3GHz Kryo 465 Gold
6 x 1.8GHz Kryo 465 Silver
Adreno 618
RAM/Storage4GB/64GB
6GB/128GB

microSD expansion
CameraRear:
48MP main (Samsung GW2), f/1.8, 0.8-micron pixel size, PDAF
8MP ultra-wide, f/2.2, 120-degree fov, 1.12-micron pixel size, 1/4-inch sensor
2MP macro, f/2.4, 1.75-micron pixel size, 1/5-inch sensor
2MP depth sensor, f/2.4, 1.75-micron pixel size, 1/5-inch sensor
4K video at 30fps, Full HD video at 30/60fps and slo-mo at 120fps,
HD video at 30fps and slo-mo at 720p, 960FPS

Front:
16MP, f/2.0, 1.0-micron pixel size, Full HD video at 30fps
Battery5020mAh
18W charging
Quick Charge 4.0 and USB-PD support
USB-C
Dimensions165.8 x 76.7 x 8.8 mm
Weight209g
ColorsAurora Blue, Glacier White, Interstellar Black
BiometricsSide-mounted capacitive fingerprint scanner
Face unlock
SensorsProximity sensor, In-screen ambient light sensor, Accelerometer,
 Gyroscope, Electronic compass, Vibration motor, IR blaster
Headphone jackYes
ConnectivityLTE FDD: B1/B2/B3/B4/B5/B7/B8/B20/B28
LTE TDD: B38/B40
WCDMA: B1/B2/B4/B5/B8
GSM: B2/B3/B5/B8
Wi-Fi (2.4GHz and 5GHz): 802.11a/b/g/n/ac
Wi-Fi Direct/Wi-Fi Display
Bluetooth 5.0
NFC
GPS, GLONASS, GALILEO, BDS, NavIC

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ