this below line for google marcentcenter virefication ফেসবুক এ যে কোন পোষ্ট এর মধ্যে যে ভাবে পেজ এর লিঙ্ক দিতে হয়

ফেসবুক এ যে কোন পোষ্ট এর মধ্যে যে ভাবে পেজ এর লিঙ্ক দিতে হয়

আসসালামু অলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। বর্তমান সময়ে ফেসবুক  এ একটা একাউনট নাই এই রকম মানুষ খুবই কম । এর বাইরে আবার অনেকেই ফেসবুক এ পেজ খুলে কাজের জন্য বা সখের বসে। কিন্তু অনেকেই শুধু দেখেছেন পোষ্ট এর মধ্যে পেজ এর লিঙ্ক দেওয়া যায় কিন্তু কিভাবে দেওয়া যায় তা জানেন না। তাই তাদের জন্য আজকের পোষ্ট ।

প্রথমে কোড টা খুব ভালভাবে পড়ে নিন এবং লক্ষ্য করুন @@[0:[ID:1:Click Here]]
এরপর লাল লেখা যুক্ত ID (ফেসবুক এর প্রতিটা পেজ এর একটা আইডি নাম্বার থাকে ) এর জায়গায় আইডি নং লিখে এবং লাল লেখা যুক্ত  Click Here এর জায়গায় যেই লেখাটায় ক্লিক করলে আপনার পেজে যাবে সেটা লিখুন ।

সতর্কতা: যেই পোস্টে বা কমেন্টে এটা করতে চান সেটায় অবশ্যই একবার আসল নাম দিয়ে মেনশন থাকতে হবে অর্থাৎ একবার @[ID:] এবং একবার @@[0:[ID:1:Click Here]] এই কোড ব্যবহার করতে হবে।

উদাহরণ পেতে এবং বিষয় টা ভাল করে বুঝতে চাইলে নিচের লেখাটা কপি করে ফেসবুক এ  পোস্ট করুন।


"আপনি কি চান না কোন সুন্দর পেজ এর সাথে থাকতে ?! @[470342226379488:]
একটা সুন্দর পেজ এর সাথে থাকতে চাইলে @@[0:[470342226379488:1:এখানে]] ক্লিক করুন এবং লাইক করুন ।" 


ফেসবুক এ আমি মনি পাবনা

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ